কী যে হলো !!

বিরেন্দ্র নাথ কিস্কু
কোথায় কী যে হলো
বোঝার আগেই সকলেই আতঙ্কিত হলো,
ভয়ে সবাই যে যার বাড়িতে মুখ গুঁজল;
শিশুরা তাদের খেলার মাঠ ছেড়ে গেলো
সমাজের উন্নয়নের চাকা হঠাৎ স্তব্ধ হলো,
কোথাও নাকি জঙ্গি হামলা হলো !
না! তাতো নয়, তাহলে কী হলো?
সারা দেশে দেশে যুদ্ধের প্রস্তুতি শুরু হলো
যার বিরুদ্ধে প্রস্তুতি তাতো জানা গেলো,
চোখে যারে দেখা না যায় সেই হলো
গোলা বারুদের সামনে তাকেই ফেলা হলো।
মাথায় কিছু আসে না এটা কী যে হলো!
খেলার মাঠ সবুজ ঘাসে ঢেকে গেলো,
গরু ,ছাগলের গোচারণ ভূমি হয়ে গেলো।
সারা দেশে দেশে সব যানবাহন বন্ধ হলো,
শুধুই অ্যাম্বুলেন্স এর সাইরেন বাতাসে ভেসে এলো;
হাসপাতাল গুলো সবই ভরে গেলো
চারিদিকে হাহাকার ….. কান্না শোনা গেলো।
এতদিনে বোঝা গেলো ‘ করোনা ভাইরাস ‘এলো,
সংক্রমণের ভয়ে সবাই বাড়িতে বসে রইলো।
লাঠে উঠলো সব পড়াশুনা, স্কুল কলেজ বন্ধ হলো;
ছেলে মেয়েদের কতই না মজা হলো!
অনলাইনে পড়াশুনা শুরু হলো,
মেঘ না চাইতেই, এ যেন জল পড়লো।
দরিদ্র পিতা মাতার মাথায় যেন বাজ পড়লো,
স্বপ্নপূরণ করতে মাথার ঘাম পায়ে পড়লো।
এত দিন পর গ্রাম শহর জীবন এক হলো,
গ্রাম্য জীবনই যে সবচেয়ে ভালো
এক বিংশ শতাব্দীতে এসে তা বোঝা গেলো।।।