চাষীর হাসি!

চাষীর হাসি!
হেমাল হিসিদ হাঁসদা
আসছে দিন,আসছে দিন,শুনেছি কাল
বুলেট ট্রেনে বেচবে চাষী, মাচা খেতের মাল।।
কাস্তেটা তার পড়ে থাকবে, কুটি্রের কুলুঙ্গিতে
হাল টানা গরু ,মোষ হাসবে মাঠে-ঘাটে।।
আলু,বেগুন,পটল,মুলো তুলবে রোবট
আলের উপর বসে,ধরবে চাষী রিমোট।।
গাঁইতি,কোদাল,শাবল অকেজো হয়ে থাকবে পড়ে
ফ্রিতেই জল পাবে গাছেরা,দেবে বিমান উড়ে উড়ে।।
আহা!রে চাষী ভাই,আসছে দিন শুনেছি কাল
এও শুনছি! আর থাকবে না লঙ্কাতে ঝাল।।
ঝুড়ি,চুপড়ি,বস্তা; ও সব কিছু লাগবে না
মাঠ থেকে গুদামে; মুটে,মজুর থাকবে না।।
ঝিরি-ঝিরি ঘামেতে,সার কেনার কয়টা টাকাতে
ঘুরে আস্তে পার স্বর্গ থেকে বুলেট ট্রেনেতে।।
চাষীর শুধু থাকবে নাম-”রাম হাঁসদা চাষী”
ভারতের চাষী ভাই মাঠে-ঘাটে,থাকবে হাসি-হাসি।।
……………………।*******…………………।।